১৩ ডিসেম্বর জন্মদিন ছিল পর্দার সকলের পছন্দের 'উজি' ওরফে আরাত্রিকা মাইতির। হিসেব বলছে ২১ বছরে পা দিলেন অভিনেত্রী। তবে তাঁর এবারের জন্মদিনটা একটু অন্যরকম কাটল। মা বাবা নয়, বরং বিশেষ মানুষ, থুড়ি মানুষদের সঙ্গে কাটল। পেলেন দারুণ চমকও। 

সকলেই জানেন আরাত্রিকা মাইতিকে বর্তমানে জি বাংলার 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। তিনি অভিনয় করছেন উজি নামক চরিত্রে। এই ধারাবাহিকের শুটিংয়ের জন্যই তাঁরা সম্প্রতি মন্দারমণি যান। সেই যাত্রা পথে তাঁর ধারাবাহিকের গোটা টিম মিলে তাঁর জন্মদিন উদযাপন করেন। বাড়ি, পরিবারের থেকে দূরে থেকেও, অন্য আরেক পরিবারের থেকে এই বিশেষ চমক পান তিনি। কোলাঘাটে তাঁর জন্মদিন উদযাপনের বিশেষ আয়োজন করা হয়। এরপর গোটা টিমের সঙ্গে বাসের মধ্যে চলে ফটো সেশন। কাটেন কেকও। 

এবারের এই অন্যরকম অনুভূতির কথা জানিয়ে আরাত্রিকা লেখেন, '১৩ই ডিসেম্বর, ২০২৫; ২০২৫ সালের এই জন্মদিনটা একটু অন্যরকম, একটা উজ্জ্বল মুহূর্ত। প্রতি বছর বাবা, মা পালন করে, এ বছরও করেছে। কিন্তু এবারের জন্মদিন মন্দারমনি যাত্রাপথে বাসের মধ্যে ঠিক রাত ১২টায় (১২ ডিসেম্বর) এবং কোলাঘাটে পালন করল জোয়ার ভাঁটার পুরো টিম।' তিনি এদিন আরও লেখেন, 'আমি আপ্লুত যে সুশান্তদা, বাবুদা,মানসদা  সহ  টেন্ট অ্যান্ড বয়হুড প্রোডাকশনের পুরো ইউনিট যেভাবে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাবার ধৃষ্টতা নেই।'

তবে কেবল টিম জোয়ার ভাঁটা নয়, বাবা মায়ের সঙ্গে জন্মদিনের কিছু মুহূর্ত কাটান। চন্দনের টিপ পরিয়ে তাঁকে আশীর্বাদ করেন তাঁর বাবা মা। সেই ছবিও অভিনেত্রী সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

প্রসঙ্গত, 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন শ্রুতি দাস। সঙ্গে আছেন আরাত্রিকা মাইতিও। দুই বোনের এক অন্যরকম গল্প ফুটে উঠছে ধারাবাহিকে। নায়কের ভূমিকায় আছেন অভিষেক বীর শর্মা। টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা নিয়মিত ধরে রেখেছে এই ধারাবাহিক। 'জোয়ার ভাঁটা' ছাড়াও, আরাত্রিকা মাইতিকে দর্শকরা আগামীতে বড়পর্দায় দেখতে চলেছেন শীঘ্রই। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির হাত ধরে ডেবিউ করবেন। শ্রীচৈতন্যদেবের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর বিপরীতে থাকবেন দিব্যজ্যোতি দত্ত।