আজকাল ওয়েবডেস্ক: চার বছর আগে ভারতের উপর ভয়াবহ থাবা বসিয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। সেই সময় কেন্দ্র সরকার যে সরকারি মৃত্যু সংখ্যা প্রকাশ করেছিল, তা নিয়ে এবার বড়সড় প্রশ্ন তুলছে সরকারেরই সদ্য প্রকাশিত একাধিক রিপোর্ট।

নতুন তথ্য কী বলছে?

সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ২০২১ অনুযায়ী, ওই বছরে দেশে মোট ১.০২ কোটি মৃত্যু রেজিস্টার হয়েছে— যা ২০২০ সালের তুলনায় প্রায় ২০ লাখ বেশি, অর্থাৎ ২৬% বৃদ্ধি। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত এই বৃদ্ধির হার ছিল মাত্র ২-১০%।

মেডিক্যালি সার্টিফায়েড কজ অব ডেথ রিপোর্ট বলছে, মাত্র ২৩.৪% মৃত্যুতে মৃত্যুর কারণ নির্ধারিত হয়েছে। এর মধ্যে কোভিডে মৃত্যু দেখানো হয়েছে ৪.১ লাখ, কিন্তু এই তথ্য শুধুমাত্র সার্টিফায়েড মৃত্যুর উপর ভিত্তি করে।

স্যাম্পেল রেজিস্ট্রেশন সিস্টেম অনুযায়ী, ২০২১ সালে দেশের মৃত্যুহার ছিল ৭.৫ প্রতি ১০০০ জনে— যা ২০১২ সালের পর সর্বোচ্চ। ২০২০ সালের তুলনায় ২০২১-এ মৃত্যু বেড়েছে ২৭%।


গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ:
১. শ্বাসজনিত রোগে মৃত্যু ২০২০ থেকে ২০২১-এ ৬৮% বেড়েছে। অনেক কোভিড মৃত্যু হয়তো এই ক্যাটাগরিতে পড়ে গেছে।
২. শিশু মৃত্যুহার কমেছে, অথচ প্রাপ্তবয়স্কদের মৃত্যু বেড়েছে— যা কোভিড সংক্রমণের ধরণকেই নির্দেশ করে।

এই রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে, সরকারি হিসাবে কোভিডে মৃত্যুর প্রকৃত চিত্র যথেষ্ট আড়ালেই ছিল। এখন প্রশ্ন উঠছে, কেন এতদিন ধরে এই গুরুত্বপূর্ণ রিপোর্ট গোপন রাখা হয়েছিল?