আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আগস্ট মাস হয়ে উঠতে চলেছে ভ্রমণপ্রেমীদের স্বপ্নপূরণের সময়। এই মাসে রয়েছে দুটি বড় উইকএন্ডের সুযোগ, যা অফিস থেকে কম ছুটি নিয়েই দীর্ঘকালীন ভ্রমণের আনন্দ দেবে। চটজলদি একটি সংক্ষিপ্ত ট্রিপ কিংবা দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা, আগস্ট মাস দিচ্ছে একাধিক উপলক্ষ্য। একনজরে দেখে নেওয়া যাক, কী কী ছুটির তালিকা রয়েছে এই মাসে। এই বছরে ১৫ আগস্ট অর্থাৎ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পড়েছে শুক্রবার। এরপরেই শনিবার, ১৬ আগস্ট রয়েছে জন্মাষ্টমী। এই উৎসব উপলক্ষ্যে বহু রাজ্যে সরকারি ছুটি রয়েছে। ১৭ আগস্ট রবিবার পড়েছে। ফলে অফিস থেকে আলাদা করে কোনও ছুটি না নিয়েই মিলছে টানা তিন দিনের সপ্তাহান্তের ছুটি।

পরিবার বা প্রিয়জনদের সঙ্গে কাছেপিঠে ঘুরে আসার জন্য একেবারে উপযুক্ত সময়। এখানেই শেষ নয় আগস্ট মাসের ছুটির তালিকা। চলতি মাসের একদম শেষে আরও বড় ছুটির সুযোগ মিলতে পারে। আগস্ট মাসের একদম শেষে রয়েছে গণেশ চতুর্থী। এই উৎসব পড়েছে ২৭ আগস্ট, বুধবার। গণেশ চতুর্থী উপলক্ষ্যে পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু রাজ্য সরকারি ছুটি ঘোষণা করে। যদি ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ও ২৯ আগস্ট (শুক্রবার) অফিস থেকে ছুটি নেওয়া যায়, তাহলেই কেল্লাফতে। শনিবার (৩০ আগস্ট) ও রবিবার (৩১ আগস্ট) মিলিয়ে টানা ৫ দিনের ছুটি উপভোগ করতে পারবেন আপনিও।

আরও পড়ুন: অবসাদে ভুগছিলেন, মাথায় এসেছিল আত্মহত্যার চিন্তাও, বিবাহবিচ্ছেদের দীর্ঘদিন পর একের পর এক বোমা ফেললেন চাহাল

আবার, রাখি বন্ধন উৎসব পড়েছে শনিবার, ৯ আগস্ট। সপ্তাহান্তে ছুটির দিনেই রাখিবন্ধন হওয়ায় ভাই-বোনদের সঙ্গে উৎসব পালনেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরের দিন রবিবার এমনিই ছুটির দিন। ফলে, কাজের ক্ষতি না করে, অফিস থেকে আলাদা করে কোনও ছুটি নিয়ে উৎসবের আনন্দ মিলবে এই মাসে। তবে এর পাশাপাশি কিছু কিছু রাজ্য সরকারি ছুটি থাকতে পারে, সেগুলি প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে আলাদা। সেরকম কিছু যদি আপনার রাজ্যে থাকে তাহলে তো আর কথাই নেই। প্রতিটি রাজ্যে ছুটির তালিকা কিছুটা আলাদা হতে পারে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার আগে নিজের রাজ্যের সরকারি ছুটির ক্যালেন্ডার দেখে নেওয়াই ভালো।

স্কুল-কলেজ, অফিস এমনকি ব্যাঙ্কও ওই সময় বন্ধ থাকে। কারণ, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সহ স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, ও গণেশ চতুর্থীর মতো উৎসবে ছুটি থাকছে। স্মার্ট লিভ প্ল্যানিংয়ের মাধ্যমে আগস্ট মাসে ১৫-১৭ তারিখে একটি মধ্য -সপ্তাহের ছুটি এবং ২৭-৩১ তারিখে পুরো পাঁচ দিনের লম্বা ছুটি কাটানো সম্ভব। আগস্টের শেষে ভ্রমণের পরিকল্পনা করাই যেতে পারে। তাহলে আর অপেক্ষা কীসের? রাজ্য সরকারি ছুটির তালিকা একবার দেখে নিয়ে করে ফেলুন বেড়াতে যাওয়ার পরিকল্পনা।