আজকাল ওয়েবডেস্ক: ঘরে ছিলেন না ভাই আর মায়ের লিভ-ইন সঙ্গী। খানিকটা বচসার জেরেই মায়ের শ্বাসরোধ করে খুন করল ১৭ বছরের ছেলে। হাড়হিম কাণ্ডে শিউরে উঠেছেন এলাকার বাসিন্দারা। অবশেষে কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। গতকাল‌ বিকেলে অসুস্থ বোধ করছিলেন ওই মহিলা। ঘরে চুপচাপ শুয়েই ছিলেন‌। রান্নাঘরে কাজ করছিল কিশোর। পাশেই বাজছিল গান। শরীর খারাপ লাগায় গানের আওয়াজ কমাতে বলেছিলেন মহিলা। তা ঘিরেই মূলত বচসা শুরু হয়। 

 

এরপর রাগের মাথায় রান্নাঘরে গিয়ে মিউজিক বক্সটি মাটিতে ফেলে ভেঙে ফেলেন তিনি। কিশোর আরও রেগে যায় তাতেই। মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উল্টে মহিলাও দু'বার থাপ্পড় মারেন ছেলেকে। হাতাহাতিতে মহিলার নাক থেকে রক্ত বের হয়। মা আরও মারধর করতে পারেন, এই আশঙ্কায় তাঁর গলায় ওড়না জড়িয়ে চেপে ধরে ছেলে। মায়ের মৃত্যুর পর দেহ বিছানার তলায় লুকিয়ে রাখে। 

 

সন্ধ্যায় বাড়ি আসে মহিলার ১৫ বছরের ছোট ছেলে। বারবার ডেকেও মায়ের সাড়া পায়নি। ঘরে ঢুকে দেখতে পায়, বিছানার পাশ থেকে ওড়না ঝুলছে। উঁকি দিতেই মায়ের দেহ দেখতে পায়। চিৎকার করে প্রতিবেশীদের ডাকে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

 

জানা গেছে, ১৭ বছর আগে মহিলার স্বামী মারা যান। তারপর দুই সন্তানের দেখভাল নিজেই করেন। তাঁর লিভ ইন সঙ্গী কাজের সূত্রে বাইরে থাকেন। সেই সময় তিনি ঘরে ছিলেন না। এই ঘটনার পর অভিযোগ দায়ের হতেই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি জেরায় মাকে খুনের ঘটনাটি স্বীকার করেছে সে।