আজকাল ওয়েবডেস্ক: বন্যরা বনে সুন্দর। আর সেই বন্যরা আচমকা লোকালয়ে ঢুকে এলে! স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়াবে সাধারণ মানুষের মধ্যে। সেটাই হয়েছে লুধিয়ানায়। পাঞ্জাবের লুধিয়ানায় কলোনিতে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলেই খবর স্থানীয় সূত্রে। এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রের খবর, শুক্রবার লুধিয়ানার পাখোয়াল রোডের সেন্ট্রা গ্রিনস কলোনির বানিদারা সিসিটিভি ফুটেছে বন্য প্রাণীর গতিবিধি লক্ষ্য করেন। পুলিশ খবর পেয়েই খবর পাঠায় বনদপ্তরকে। জেলা বন ও বন্যপ্রাণী কর্মকর্তা জানিয়েছেন, শহরের উপকন্ঠে অবস্থিত ওই কলোনির বাসিন্দারা পুলিশকে জানানোর পরেই খবর দেয় বন দপ্তরকে। সঙ্গে সঙ্গেই বন্দপ্তরের পক্ষ থেকে দুটি দল পাঠানো হয়েছে কলোনিতে, তাঁদের সঙ্গে রয়েছে খাঁচা। কলোনির বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ির ভেতরেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কলোনির ভেতরে চিতা বাঘের পায়ের ছাপ স্পষ্ট, তবে এখনও তাকে ধরা যায়নি।