সমীর ধর, আগরতলা :  এবার মুহুরি খুনের দায়ে জেল হাজতে উকিলবাবু ।ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলায়। খুন হওয়া মুহুরির নাম অমিত আচার্য। জেল হাজতে পাঠানো সিনিয়র আইনজীবীর নাম গোপাল সিংহ। অভিযোগ, নেশাদ্রব্য-পাচার নিরোধ বা এনডিপিএস আইনে অভিযুক্ত এক আসামিকে জামিন পাইয়ে দিতে ৫০ হাজার টাকা দাবি করেছিলেন গোপালবাবু। কিন্তু মুহুরি অমিত আচার্য অন্য এক জুনিয়র আইনজীবীকে দিয়ে ১০ হাজার টাকায় জামিন করানোর ব্যবস্থা করেন। এতেই ক্ষিপ্ত হওয়া আইনজীবীর নির্দেশে তাঁর সহযোগীরা আদালত চত্বরের বাইরে ৪ এবং ৫ সেপ্টেম্বর মুহুরি অমিত আচার্যকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। কলকাতায় নিয়ে আসা হলেও তাকে বাঁচানো যায়নি। এদিকে, অমিতের বাবা আগরতলা পশ্চিম থানায় এই ঘটনার এফআইআর করতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে একটা জিডি করেই তাঁকে ফিরিয়ে দেয়। পরে এনিয়ে জলঘোলা হওয়ায় নিহতের স্ত্রীর অভিযোগ শুনে পুলিশ এফআইআর নেয় এবং আইনজীবীকে গ্রেপ্তার করে। পশ্চিম জেলার দায়রা আদালত ওই আইনজীবীকে ১৫ দিনের জন্য জেল হাজতে পাঠিয়েছে।