আজকাল ওয়েবডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব এবং তাঁর পুত্র তেজস্বী যাদবকে ফের সমন পাঠাল ইডি। জমির বিনিময়ে চাকরি মামলায় এই সমন পাঠায় ইডি। এরপরই কেন্দ্রে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তেজস্বী যাদব। তিনি বলেন, এটা সবসময় চলতে থাকবে। রোজকার রুটিনের সমান হয়ে গিয়েছে। ২০১৭ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত কখনও ইডি, ইনকাম ট্যাক্স, সিবিআই ডেকে চলেছে। চাপে রাখার এটাই নয়া কৌশল। এর পাশাপাশি তেজস্বী আরও বলেন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ভোটের ফল ঘোষণার পর ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। প্রসঙ্গত, চলতি বছরেই এই মামলায় তেজস্বীকে ইতিমধ্যেই ডেকে পাঠায় ইডি। তবে তাঁর পিতা লালুপ্রসাদ যাদবকে এই মামলায় প্রথম সমন পাঠাল ইডি। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। সেই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এবার সেই মামলাতেই সমন পাঠাল ইডি।