আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল। বছরের পর বছর যাত্রীদের পরিষেবা দিয়ে চলেছে। ক্রমে ক্রমে এসেছে একাধিক উন্নতমানের ট্রেন। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অ্যাডভান্সড অ্যাপ আনা হয়েছে। কিন্তু জানেন কী একটি ট্রেনের এক কিলোমিটার যেতে কতটা ডিজেল লাগে? না জানলে জেনে নিন এখনিই।
সাধারণত ২৪–২৫ কোচের একটি ট্রেনের এক কিলোমিটার যেতে লাগে ৬ লিটার ডিজেল। আর সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে সাধারণত প্যাসেঞ্জার ট্রেনের থেকে কম ডিজেল লাগে। ইঞ্জিন লাগানো প্যাসেঞ্জার ট্রেন ৫–৬ কিলোমিটার চলে যায় ১ লিটার ডিজেলে। ১২ কোচের এক্সপ্রেস ট্রেনের আবার ১ কিলোমিটার যেতে লাগে ৪.৫ লিটার ডিজেল।
সুপারফাস্ট ট্রেনের ক্ষেত্রে আপনি ২৩০ মিটার যেতে পারবেন ১ লিটার ডিজেলে। সেখানে প্যাসেজ্ঞার ট্রেন ১৮০–২০০ মিটার যায় ১ লিটার ডিজেলে।
এটা ঘটনা, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন ট্রেনে। রেলের আয়ও হয় প্রচুর। দেশের কর্মসংস্থানের অন্যতম মাধ্যমও রেল। লক্ষ লক্ষ মানুষ রেলে কর্মরত। পান বহু সুযোগ সুবিধাও। বর্তমান ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পরিষেবায় বহু পরিবর্তন এনেছে ভারতীয় রেল। এখন মোবাইল অ্যাপ থেকেই কেটে নেওয়া যায় টিকিট। ভ্রমণে একাধিক সুবিধা মেলে। পাশাপাশি ট্রেন চালাতে রেলের বহু টাকা খরচও হয়।
