আজকাল ওয়েবডেস্ক : ক্রাইম ব্রাঞ্চ অফ দিল্লির বিশেষ তদন্ত। দেশের ৫ টি রাজ্যে সক্রিয় কিডনি পাচার চক্র। বাংলাদেশ থেকে চালানো হয় এই চক্র। শুধু কিডনি নয়, দেহের অন্যান্য অঙ্গ বিক্রিতেও এই চক্র সক্রিয়। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র মূলত দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং গুজরাট থেকে নিজেদের কাজ করে।

এই কাজে ব্যবহার করা হয় বেশ কয়েকটি মোবাইল ফোন, প্রচুর সিম কার্ড, নগদ অর্থ। এইসবই ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ। ধৃত বাংলাদেশী নাগরিকদের জেরা করে জানা গিয়েছে তাঁরা কিডনি কিনত ৪ থেকে ৫ লক্ষ টাকায়। সেগুলিকে বিক্রি করা হত ২০ থেকে ৩০ লক্ষ টাকায়।

ধৃতদের মধ্যে বিজয়া কুমারী নামে এক চিকিৎসকও রয়েছে। এই চিকিৎসক নয়ডা হাসপাতালে কাজ করত। সেখান থেকেই সে ১৫ থেকে ১৬ টি অবৈধ অপারেশন করেছে। প্রতিটি অপারেশনের জন্য বিজয়া কুমারী ২ লক্ষ টাকা করে পেত। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তার খোঁজ করছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।