আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটেছে, দীর্ঘ কয়েকবছর পর বিধানসভা ভোট হয়েছে উপত্যকায়, সরকার গঠনও হয়েছে। এসবের পরে আরও একটা কারণে অনেকের নজর ছিল উপত্যকার দিকে। শীতের মুখে কবে তুষারপাত হবে সেখানে? 

মরশুমের প্রথম তুষারপাত হয়েছে উপত্যকায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে তেমনটাই। শুষ্ক পরিবেশ একটি গুলমার্গের আফারওয়াত এবং কুপওয়ারা জেলার সাধনা টপে তুষারপাত হয়েছে।

আর এই ঘটনায় উচ্ছ্বাস দেখা দিয়েছে অনেকের মধ্যেই। সোমবার কাশ্মীরের উচ্চতর জায়গায় তুষারপাত হয়েছে। বেশকিছু জনবসতিহীন পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও সমগ্র কাশ্মীর জুড়ে তুষারপাতের ছবি দেখা যায়নি।  শ্রীনগর এবং উপত্যকার সমতল এলাকায় বৃষ্টি হয়েছে।  বৃষ্টির কারণে সমতল এলাকাগুলিতেও শীতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন বাসিন্দারা। তবে তুষারপাতের খবরের পরেই একপ্রকার উচ্ছ্বাস সকলের মধ্যে। পর্যটকরা উচ্ছসিত হচ্ছেন, কাশ্মীরের তুষারপাতের খবর শুনেই।