আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সময় প্রতি বাবাই তাঁর কন্যাকে ব্যান্ড বাজিয়ে বিদায় করেন। তবে উত্তর প্রদেশের কানপুরে দেখা গেল এক অন্য চিত্র। মেয়ের ডিভোর্স হওয়ার পর তাঁকে ফের একবার নিজের ঘরে ব্যান্ড বাজিয়েই স্বাগত জানাল তাঁর বাবা। পেশায় বিএসএনএল কর্মী অনিল কুমার বলেন, আমরা তাঁকে মাথা উঁচু করে বিয়ে দিয়েছিলাম। এবার ফের তাঁকে মাথা উঁচু করেই ঘরে ফিরিয়ে নিলাম। অনিল কুমারের মেয়ে উরভি পালাম বিমানবন্দরের একজন ইঞ্জিনিয়র। ২০১৬ সালে তাঁর বিয়ে হয় এক কম্পিউটার ইঞ্জিনিয়রের সঙ্গে। এরপর তাঁরা দিল্লিতে থাকতেন। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। এরপর আট বছর বাদে উরভির বিবাহ বিচ্ছেদ হয়। তবে বাবার বাড়িতে ফের একবার নিজের মেয়ে এবং নাতনিকে ফিরিয়ে নিয়ে বেজায় খুশি অনিল কুমার। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁদের প্রতিবেশীরাও।
