আজকাল ওয়েবডেস্ক:‌ বাড়িতে পড়ে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তি হতে হল তেলেঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। শুক্রবার রাত দুটো নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার হতে পারে তাঁর। 
প্রসঙ্গত, নির্বাচনে হারের পর বাড়িতেই ছিলেন কেসিআর। গভীর রাতে বাড়িতেই পা পিছলে পড়ে যান তিনি। গুরুতর চোট পান। জানা গিয়েছে, কোমরের হাড় ভেঙেছে কেসিআরের। তবে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। রাতেই তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের যশোদা হাসপাতালে। 
প্রসঙ্গত, তেলেঙ্গানা রাজ্য গঠনের পর তিনিই ৯ বছর ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার কংগ্রেসের কাছে হারতে হয় তাঁর দল বিআরএসকে। রবিবারই নিজের পদত্যাগপত্র জমা দেন কেসিআর। বৃহস্পতিবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। আর সেদিন রাতেই চোট পেয়ে হাসপাতালে ভর্তি হলেন কেসিআর।