আজকাল ওয়েবডেস্ক: মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় রাগের মাথায় বাবাকে খুন করল ১৬ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকরিয়া গ্রামের বাসিন্দা ছোটু শর্মা তাঁর ছেলের হাতে খুন হয়েছেন। তবে ছেলেটি বর্তমানে পলাতক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ছোটু এবং তাঁর স্ত্রীয়ের মধ্যে অশান্তি হয়। নিজের স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ছোটু। বাবার এই কাজে রাগের মাথায় ছেলেটি হত্যা করে তার বাবাকে।। জানা গিয়েছে, ছেলেটির মা বাপের বাড়ি চলে গিয়েছিলেন। তবে ছেলেটির এখনও কোনো খোঁজ মেলেনি।