আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গের। এরপরই খাড়গেকে সতর্ক করলেন ধনখড়। তিনি বলেন, প্রতি সময় তিনি নিজের আসন থেকে ছুটে আসতে পারেন না। স্পিকারের চেয়ারকে তিনি অসম্মান করতে পারেন না। রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের ইচ্ছামত যা কিছু বলা যায় না। এরপর কংগ্রেস নেতা জয়রাম রমেশকে ধনখড় বলেন, আপনার মধ্যে এত প্রতিভা, বুদ্ধি আছে যে আপনি অবিলম্বে খাড়গের জায়গা নিতে পারেন। এরপর সোনিয়া গান্ধীকেও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন ধনখড়। তবে সোনিয়া গান্ধী এবিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি।