আজকাল ওয়েবডেস্ক: বাজারে প্রচলিত ৫০০ টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) বাতিল করে দেবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ২০২৬ সালে নোটবন্দির ১০ বছর পূর্ণ হয়েছে। তাই এই বছর ফের কোনও নোট বাতিল হবে কি না সেই বিষয়ে সকলের মনেই। বিশেষ করে, অনেকেই ভাবছেন ৫০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে এমন খবর রটে গিয়েছে যে কেন্দ্রীয় সরকার এবং আরবিআই ৫০০ টাকার নোটের প্রচলন সীমিত করা বা বাজার থেকে তুলে নেওয়ার কথা ভাবছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

সমাজমাধ্যমের নানা পোস্টে দাবি করা হচ্ছে, কেন্দ্র এই মুহূর্তে ১০০ টাকার নোটকেই মুদ্রাব্যবস্থার সর্বোচ্চ মূল্যমানের নোট হিসেবে রাখবে। এই পোস্ট ছড়িয়ে পড়তেই নিমেষে তা ভাইরাল হয়ে যায়। সকলের মনে নোট বাতিলের আশঙ্কা সৃষ্টি হয়। ৫০০ টাকার নোট বাতিলের বিষয়ে সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে।

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র ফ্যাক্ট চেক ইউনিট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৫০০ টাকার নোট নিষিদ্ধ করার জল্পনাকে ‘ভুয়ো তথ্য’ হিসেবে দাবি করেছে এবং নিশ্চিত করেছে যে কেন্দ্র এই নোটগুলি প্রত্যাহার করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। ভাইরাল হওয়া পোস্টটিতে মিথ্যাভাবে দাবি করা হয়েছে যে কালো টাকা নির্মূল করার জন্য সরকার ৫০০ টাকার নোট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। তবে পিআইবি ফ্যাক্ট চেক এই দাবিটিকে নস্যাৎ করে দিয়েছে।

এক্স-এ একটি পোস্টে পিআইবি ফ্যাক্ট চেক জানিয়েছে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে ভারত সরকার ৫০০ টাকার নোট নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। এই দাবিটি মিথ্যা। কেন্দ্রীয় সরকার এমন কোনও ঘোষণা করেনি। আর্থিক নীতি এবং সিদ্ধান্ত সম্পর্কিত সঠিক তথ্যের জন্য, শুধুমাত্র সরকারি সূত্রের উপর নির্ভর করুন।

পিআইবি-র তথ্য অনুযায়ী, সরকার ৫০০ টাকার নোট নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা করেনি। তাই, নাগরিকরা আগের মতোই নিশ্চিন্তে এই নোট ব্যবহার করতে পারবেন। পিআইবি টিম জনসাধারণকে এই ধরনের পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে। ভুয়ো পোস্ট ভাইরাল হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ৫০০ টাকা সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়েছে সমাজমাধ্যমে।