আজকাল ওয়েবডেস্ক : দেশে বাড়ছে পথ দুর্ঘটনায় মৃত্যু। ২০২২ সালের খতিয়ান অনুসারে প্রায় দেড় লক্ষের বেশি মানুষ পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন। এদের মধ্যে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা সবথেকে বেশি। কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গাডকারি এই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। উত্তরপ্রদেশে বিগত এক বছরে ২২ হাজারের বেশি মৃত্যু ঘটেছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে বিগত এক বছরে ১৭ হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন। এর পাশাপাশি মহারাষ্ট্রে ১৫ হাজারের বেশি এবং মধ্যপ্রদেশে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। রিপোর্ট অনুসারে দেখা গিয়েছে অতিরিক্ত গতি, মোবাইল ফোনের ব্যবহার, মদ্যপান, পথ সুরক্ষার নিয়ম না মানার কারণেই মৃতের হার বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ। তবে আগামীদিনে পথ নিরাপত্তার নিয়মগুলিতে আরও জোর দেওয়া হবে বলে এদিন জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।