আজকাল ওয়েবডেস্ক:‌ এখনই পুরোপুরি বন্ধ হচ্ছে না আটারি সীমান্ত। পহেলগাঁও হামলার পর ভারতে বসবাসকারী পাক নাগরিকদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান চলে যেতে বলা হয়েছিল। মানবিকতার খাতিরে সেই ডেডলাইন বাড়ানো হল। শিথিল করা হল নির্দেশিকা। নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়ার অনুমতি মিলবে সে দেশের নাগরিকদের। 


এর আগে ৩০ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের জন্য আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এখন নয়া নির্দেশ অনুযায়ী, সঠিক অনুমোদন পাওয়া গেলে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত আটারি সীমান্তের চেক পোস্ট থেকে পাকিস্তানে যেতে দেওয়া হবে ভারতে থাকা সে দেশের নাগরিকদের। 
তবে বাণিজ্য আপাতত বন্ধই থাকছে। 


পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৫ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা মারা যাওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। তার মধ্যে অন্যতম ভারতে থাকা পাকিস্তানিদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান চলে যেতে বলা হয়েছিল। কিন্তু সবাই এখনও যেতে পারেননি। তাই মানবিকতার খাতিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর নিয়ম কিছুটা শিথিল করল। ফলে মে মাসেও আটারি দিয়ে পাকিস্তানে প্রবেশ করতে পারবেন সে দেশের নাগরিকরা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।