আজকাল ওয়েবডেস্ক : ভারতের প্রশংসা করলেন ইলন মাস্ক। আমেরিকা যেখানে প্রেসিডেন্ট নির্বাচন ফল বেরিয়েছে ১৯ দিন আগে কিন্তু তার ভোট এখনও গণনা চলছে। সেখানে ভারত একদিনে ৬৪০ মিলিয়ন ভোট একদিনের মধ্যে গুনে শেষ করে দিয়েছে। এতেই বোঝা যায় ভারত গণতন্ত্রের প্রতি কতটা আস্থা রাখে।
নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লেখেন, ভারত একদিনের মধ্যে ৬৪০ মিলিয়ন ভোট গুনে শেষ করে দিয়েছে। এটা থেকে বোঝা যায় ভারত কতটা শক্তিশালী। যেখানে আমেরিকার ভোট গণনা এখনও চলছে সেখানে কীভাবে ভারত এই কাজ করল।
আমেরিকার একটি জায়গায় ৩৯ মিলিয়ন মানুষ বাস করে। সেখানে ভোটের গণনা এখনও শেষ হয়নি। যদিও সেখানে ব্যালট ভোটের গণনা চলছে সেখানে ভারতের এই কাজ দেখে সবার শিক্ষা নেওয়া উচিত।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন টেসলা কর্তা। তিনি বলেন, যেভাবে তিনি গোটা ভারতকে একটি নতুন দিকে নিয়ে চলেছেন সেটা তারিফের যোগ্য। তার মত একজন নায়ক দেশকে যদি এইভাবে নিয়ে যায় তাহলে আগামী দিনে ভারত আরও উন্নয়ন করবে। এর থেকে গোটা বিশ্বের শেখা উচিত।
