আজকাল ওয়েবডেস্ক: শীতের মাঝেই বৃষ্টি সতর্কতা। আগামী সপ্তাহেই ভাসতে পারে রাজস্থান। তেমনটাই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এমনিতেই প্রবল শৈত্য প্রবাহ, কাঁপছিল উত্তরভারত। গত কয়েকদিনেই রাজ্যগুলিতে তাপমাত্রা কমেছে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। ঠান্ডায় কাঁপছে রাজস্থান। শুক্রবার জয়পুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। কোটা এবং ডুঙ্গারপুর ছাড়া সব শহরেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজমেরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস, ভিলওয়ারা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, আলওয়ার ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, সিকার চার ডিগ্রি সেলসিয়াস, জয়সালমের সাত ডিগ্রি সেলসিয়াস, সিরোহি ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, মাউন্ট আবুতে ০.৩ ডিগ্রি সেলসিয়াস।
ভরতপুর, হনুমানগড়, ঝুনঝুনু এবং আলওয়ারে প্রবল শৈত্যপ্রবাহ জারি করেছে হাওয়া অফিস। রাজস্থানের ১৪ জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে শৈত্যপ্রবাহ থেকে, তেমনটাই মনে করছে হাওয়া অফিস।
তার মাঝেই বৃষ্টি সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে বিকানের, জয়পুর এবং ভরতপুরের বেশকিছু অংশে ঝড়বৃষ্টি-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। প্রবল ঠান্ডার মাঝেই বৃষ্টি সতর্কতা ভাবাচ্ছে রাজ্যবাসীকে।
