আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে বর্ষা। এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। দক্ষিণ আন্দামান সাগরে বর্ষা ১৩ মে প্রবেশ করতে পারে। ফলে সেখানে বর্ষার দাপট অনেকটা আগে থেকেই থাকবে। 


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে এবার বর্ষার যা গতিপথ তারা দেখছেন তাতে এগিয়ে আসবে বর্ষা। যদি বর্ষার গতিপথ ঠিক থাকে তাহলে চলতি মাসেই আন্দামানে প্রবেশ করবে বর্ষা। এরপর ধীরে ধীরে ভারতের অন্যত্র বর্ষার দাপট দেখা যাবে।


উত্তর-পূর্ব ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যদি এটি শক্তি বাড়ায় তাহলে সেখান থেকে বর্ষা খানিকটা থমকে থাকতে পারে। সাধারণত দেশে ১৮ মে বর্ষার প্রবেশ হয়। সেখানে এবার বেশ খানিকটা আগেই প্রবেশ করছে বর্ষা। 


আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে এবারে নির্ধারিত সময়ের আগে আসছে বর্ষা। ফলে সেখানে খানিকটা হলেও মিলতে পারে স্বস্তি। তবে যদি বর্ষার গতিপথ বাধা পায় তাহলে সেখানে আন্দামান থেকে কেরালায় বর্ষায় প্রবেশে খানিকটা দেরি হবে।   


দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে গরমের দাপট। সেখানে তাপমাত্রার পারদ অনেকটাই চড়া। তবে যদি বর্ষা আগে প্রবেশ করে তাহলে সেখানে তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে থাকবে। 


এবার এক সপ্তাহ এগিয়ে আসছে বর্ষা। ফলে সেখানে কৃষকদের মুখে বাড়তি হাসি ফুটবে। কেরালার সংলগ্ন এলাকায় বৃ্ষ্টি আগে শুরু হয়ে যাবে। পরে সেখান থেকে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে বর্ষার মেঘ। দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দাপটের ফলে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে বলে মনে করছেন আবহবিদরা।