আজকাল ওয়েবডেস্ক: একটি, দুইটি নয়। একসঙ্গে চারটি ঘূর্ণাবর্তের অবস্থান একাধিক রাজ্যে। বর্ষা বিদায় পর্বে ঘূর্ণাবর্তের জেরে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। উৎসবের আনন্দ মাটি করতে পারে তুমুল বৃষ্টি। হাওয়া অফিসের তরফেও একাধিক রাজ্যে আগাম সতর্কতা জারি করা হল।
মৌসম ভবন সূত্রে খবর, বর্তমানে অন্ধ্র প্রদেশ উপকূলে, বাংলাদেশের পূর্ব উপকূল, অরুণাচল প্রদেশ-অসম সীমান্ত এবং উত্তর-পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবর্ত সঞ্চালন হচ্ছে। এর প্রভাবে পাশ্ববর্তী একাধিক রাজ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৪ ঘণ্টায় তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, বিহার, পূর্ব উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম হিমালয়, ওড়িশা, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আজ থেকে ১৪ অক্টোবর, অর্থাৎ আগামী সোমবার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
