আজকাল ওয়েবডেস্ক:   ভারতের বিভিন্ন শহরে মার্চ মাসের শুরু থেকেই গরম তার রেকর্ড ভাঙতে শুরু করে দেবে। আগে থেকেই তার সতর্কবার্তা দিয়ে দিল আইএমডি। এবারের মার্চ মাস যে অন্যবারের তুলনায় গরম কড়াইতে সকলে পাঁপড়ের মতো ভাঁজবে সেকথা বলাই যায়। 


ফেব্রুয়ারি মাসের শেষে খানিকটা হলেও শীতের আমেজ থাকে। মার্চের মাঝামাঝি পর্যন্ত হালকা শীতের মজা নিয়ে থাকেন সকলে। তবে এবার চিত্রটা হবে একেবারে অন্যরকম। দিনের বেলা তাপমাত্রা বেশি তো হবেই পাশাপাশি রাতের দিকেও তাপমাত্রার পারদ অনেকটাই বেশি থাকবে। 


আইএমডির পক্ষ থেকে বলা হয়েছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন রাজ্যের তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিতে চলে যাবে। আবার কয়েকটি রাজ্যে তাপমাত্রা হবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে এই সময় যেসব কৃষিজাত পণ্য চাষ করা হয় সেগুলি সরাসরি মার খাবে। অতিরিক্ত তাপমাত্রার ফলে মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাবে। ফলে সেই ফসল রপ্তানি করা অনেকটাই সমস্যার হবে।

 


বিগত বছর থেকেই তাপমাত্রার পারদ অনেকটাই উপরের দিকে ছিল। এবার সেই তাপমাত্রা আরও বেশি হবে। ধান এবং গম চাষ এরফলে সরাসরি প্রভাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমডি। উত্তর এবং মধ্য ভারতে এই সময় গম রপ্তানি প্রচুর হয়ে থাকে। তবে হঠাৎ করে এই তাপমাত্রার বৃদ্ধি সেই প্রক্রিয়া ব্যহত হবে। 

 


অক্টোবর থেকে ডিসেম্বর মাসে শীতের যে সবজিগুলি বাজারে কম দামে বিক্রি হয়ে থাকে সেগুলি এবং অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাবে। গরম পড়ার সঙ্গে সঙ্গেই সবজির দামও লাফিয়ে লাফিয়ে বাড়বে। ফলে বিরাট সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

 


এমনিতেই ফেব্রুয়ারি মাসে আগে থেকেই গরম পড়েছে। মার্চ মাস থেকে সেই গরমের মাত্রা বাড়বে। গম উৎপাদনে এরফলে সরাসরি প্রভাব পড়বে। এরপর যত সময় যেতে থাকবে ততই পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ। চলতি বছরে লা নিনা তার প্রভাব দেখাতে পারেনি। ফলে শীত দীর্ঘস্থায়ী হয়নি। এবার উল্টোদিক থেকে গরম হাওয়া গোটা দেশের তাপমাত্রা অনেকটাই বাড়িয়ে দেবে।