আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্রেসার কুকারে সেদ্ধ করল স্বামী। হায়দরাবাদে ঘটেছে এরকম হাড়হিম করা ঘটনা।
পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেছে ৪৫ বছরের গুরু মূর্তি। জানিয়েছে, প্রথমে স্ত্রীকে খুন করে সে। এর পর স্ত্রীর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের জন্য সেই দেহাংশগুলি প্রেশার কুকারে সেদ্ধ করে অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, গত ১৬ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ভেঙ্কটা মাধবী (৩৫) নামে ওই মহিলা। পুলিশে অভিযোগ জানায় মহিলার পরিবার। তদন্তে নেমে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে মহিলার স্বামী ৪৫ বছর বয়সি গুরু মূর্তির উপরে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করার পর নিজের স্ত্রীকে খুন করার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, স্ত্রীকে হত্যার পর শৌচালয়ে নিয়ে গিয়ে মৃতদেহটি টুকরো টুকরো করে সে। এর পর সেই দেহাংশের টুকরোগুলি প্রেশার কুকারে বসিয়ে রীতিমতো সেদ্ধ করেছিল সে। তিন দিন ধরে স্ত্রীর মৃতদেহের হাড় এবং মাংস বার বার সেদ্ধ করার পর সেগুলি নিয়ে স্থানীয় মিরপাট হ্রদে ফেলে আসে অভিযুক্ত।
অভিযুক্ত একজন প্রাক্তন সেনাকর্মী বলে জানা গেছে। বর্তমানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)–তে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত সে। দম্পতির এক পুত্র ও এক কন্যা রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত। তার জেরেই খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
