আজকাল ওয়েবডেস্ক: 'বিমানে এক যাত্রীর কাছে বোমা আছে। তিনিই হামলা করবেন।' ই-মেলের মাধ্যমে বিমানবন্দর কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। কুয়েত থেকে হায়দ্রাবাদগামী ইন্ডিগো উড়ানে হামলার এই হুমকি-বার্তা পাওয়ার পরেই নড়েচড়ে বসে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। হায়দরাবাদে অবতরণের বদলে মুম্বইয়ে ঘুরিয়ে দেওয়া হয় ওই উড়ান। 

তবে মুম্বই বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে ইন্ডিগোর বিমানটি। সব যাত্রীকে নামিয়ে দেওয়ার পর আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এই বিমান। তারপর শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। আপৎকালীন ব্যবস্থার জন্য নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। 

বিমানবন্দরের আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন। যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিমানে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইন্ডিগোর পক্ষ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। তবে সব যাত্রীই নিারপদে আছেন বলে জানা গিয়েছে।

ইন্ডিগোর Airbus A321-251NX - রাত ১:৫৬ মিনিটে কুয়েত থেকে ছেড়েছিল এবং সকাল ৮:১০-এ মহারাষ্ট্রের মুম্বইতে অবতরণ করেছিল।

গত ২৩শে নভেম্বর, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা একটি বিমানে বোমার হুমকি দেওয়া হয়েছিল, ফলে বিমানটি মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই বিমানও নিরাপদে অবতরণ করে। হুমকিটি ভুয়ো বলে জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে যে, আরজিআই বিমানবন্দর কর্তপক্ষ একটি মামলা দায়ের করেন।