আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সামনে মাটি খুঁড়তেই উদ্ধার হল কঙ্কাল। ৩০ বছর আগে খুন করে বাড়ির সামনেই বৃদ্ধকে পুঁতে দিয়েছিল দুই ছেলে। ৩০ বছর পর সেইখান থেকেই উদ্ধার হল বৃদ্ধের কঙ্কাল। নৃশংস হত্যাকাণ্ডের কয়েক দশক পর ব্যাপক চাঞ্চল্য ছাড়ল উত্তরপ্রদেশের হাথরাসে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হাথরাসের গিলোন্দপুর গ্রামে। ১৯৯৪ সালে ওই গ্রামেরই এক বাসিন্দা বুধ সিং আচমকাই নিখোঁজ হয়ে যান বলে জানতে পারেন তাঁর ছোট ছেলে ও গ্রামবাসীরা। ৩০ বছর পর দাদার সঙ্গে ঝামেলার পরেই বাবার খুনের ঘটনাটি জানতে পারেন বৃদ্ধের ছোট ছেলে। 

 

পাঞ্জাবি সিং নামের যুবক জানিয়েছেন, বাবা যখন নিখোঁজ হন, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। একদিন স্কুল থেকে ফেরার পর মা তাকে জানান, বাবা বহুদূরে কাজে গেছেন। আর ফিরবেন না। কিন্তু পাঞ্জাবির মনে সন্দেহ দানা বাঁধে। এর ঠিক আগেরদিন দুই দাদার সঙ্গে বাবার তুমুল ঝামেলা হয়েছিল। সেই রাতের পর বাবার কণ্ঠ আর শুনতে পাননি পাঞ্জাবি। পরেরদিন দেখতে পান, বাড়ির সামনে মাটি খোঁড়া রয়েছে। 

 

বাবাকে খুন করা হয়েছে, এই সন্দেহে আট বছর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পাঞ্জাবি। কিন্তু পুলিশ তদন্তে কোনও সহায়তা করেনি। নিখোঁজের অভিযোগটিও আর খতিয়ে দেখেনি। সম্প্রতি আবারও থানার দ্বারস্থ হন তিনি। এরপরই বাড়ির সামনে এসে মাটি খোঁড়া হয়। সেখানে থেকে কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। এই ঘটনায় বৃদ্ধের দুই ছেলে, তাঁর স্ত্রী ও আরও এক ব্যাক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।