আজকাল ওয়েবডেস্ক : রাজস্থান নির্বাচনের আগে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ কংগ্রেস হাইকমান্ডের ওপরেই ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, দলের তিনি অনুগত সৈনিক। ফলে হাইকমান্ডই ঠিক করে দেবে তাঁর ভবিষ্যৎ। দলে তাঁকে যখন যে দায়িত্ব দিয়েছে তিনি হাসিমুখে তা মেনে নিয়েছেন। এবারেও তার ব্যতিক্রম হবে না। রাজস্থানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফিরবে বলে আত্মবিশ্বাসী গেহলট। রাজস্থানের মানুষ ইতিমধ্যেই মনস্থির করে ফেলেছে। বিগত বারের ভোটের ফলকে এবার ছাপিয়ে যাবে বলে মনে করেন তিনি। রাজস্থানে কংগ্রেস যে উন্নয়নের ধারা রেখেছে তার ফল মিলবেই। বিজেপির বিরুদ্ধে ফের একবার তোপ দেগে গেহলট বলেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি বিরোধীদের জব্দ করতে চাইছে। তবে এজেন্সি দিয়ে আমজনতার মতকে পাল্টানো যাবে না। রাজস্থানে কর্মসংস্থান তৈরি করেছে কংগ্রেস। ভারত জোড়ো যাত্রার ফলে গোটা দেশ একসূত্রে এসেছে। রাজস্থানে প্রতিটি পরিবারপিছু ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করা হয়েছে। মিডিয়াকেও নিজের কাজে ব্যবহার করছে বিজেপি বলে দাবি করেন অশোক গেহলট। প্রসঙ্গত, রাজস্থানে ২৫ নভেম্বর ভোট হবে। ফলঘোষণা হবে ৩ ডিসেম্বর। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে এবার ক্ষমতা দখলের জোর লড়াই। বিজেপি-কংগ্রেস কার হাতে থাকবে রাজস্থানের রাজত্ব সেটাই এখন দেখার।