আজকাল ওয়েবডেস্ক : তামিলনাড়ু থেকে ৭০০ কিলোমিটার দূরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ফলে নতুন করে ফের তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ। এই নিম্নচাপ যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারে তাহলে ফের সমুদ্রতীরের রাজ্যগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আইএমডি ইতিমধ্যে জানিয়েছে, এখন শীতের সময় হলেও বঙ্গোপসাগরে যে বারে বারে নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য এই শীতের সময়তেও বৃষ্টির মুখ দেখতে হবে সকলকে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। সমুদ্র থেকে ফের নতুন করে জল তুলবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী কয়েকদিনের মধ্যে ফের নতুন করে সকলকে ভোগাবে। এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হবে। আবহবিজ্ঞানীরা মনে করছেন ঘুর্নিঝড় ফেঙ্গালের পর বঙ্গোপসাগরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে এই ভরা শীতেও বেশ কয়েকটি এমন নিম্নচাপ তৈরি হবে।
তবে এবার যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার জেরে নতুন করে ঘুর্নিঝড় তৈরি হলেও হতে পারে। যদি এই নিম্নচাপ শক্তিশালী হয়ে থাকে তাহলে এটি অতি গভীর নিম্নচাপ বা ঘুর্নিঝড় তৈরি হবে। আবহবিদরা মনে করছে এই নিম্নচাপ আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তিশালী হতে পারে। ফলে এটি থেকে আরও বড় ক্ষতির আশঙ্কা থাকছে। এখন বর্তমানে এটি বঙ্গোপসাগরের গভীরে রয়েছে।
সেখান থেকে এর গতিপথ এবার কোন দিকে যাবে তার দিকেই নজর রয়েছে সকলের। চলতি সপ্তাহে শুক্র এবং শনিবার বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গবাসী। রবিবার থেকে ফের পরিষ্কার হয়েছে আকাশ। স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। তবে এরপর যদি ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে থাকে তাহলে এরাজ্যেও ফের বৃষ্টির দেখা মিলতে পারে।
