আজকাল ওয়েবডেস্ক: দাদুর বিনিয়োগের বিরাট উপহার পেলেন নাতনি। ১৬ বছর আগে গোপনে শেয়ার কিনেছিলেন দাদু। তাঁর মৃত্যুর পর দলিল খুঁজতে খুঁজতে শেয়ারের সার্টিফিকেট চোখে পড়ে নাতনির। দাদুর কেনা শেয়ারেই রাতারাতি কোটিপতি হয়ে যান তরুণী!

২০০৪ সালে প্রিয়া শর্মার দাদু সঞ্চিত অর্থের কিছু অংশ স্টক মার্কেটে বিনিয়োগ করেন। সেই সময় লার্সেন অ্যান্ড টুব্রোর ৫০০ শেয়ার তিনি কিনেছিলেন। এরপর আর শেয়ার নিয়ে কোনও খোঁজখবর রাখেননি। পরিবারের অন্যান্য সদস্যরাও এ বিষয়ে জানতেন না। তাঁর মৃত্যুর পরেই এ তথ্য প্রকাশ্যে আসে।

অতিমারির সময়ে ঘরে বসে দিদা ও দাদুর দলিল দেখছিলেন প্রিয়া। সেই সময়েই নজরে পড়ে শেয়ারের সার্টিফিকেটগুলো। ধুলো ঝেড়ে সেগুলো হাতে পাওয়ার পর চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। ২০০৪ সালে ৫০০ শেয়ার নয় গুণ বেড়ে ২০২০ সালে দাঁড়ায় ৪৫০০। যার বাজারমূল্য ছিল ১.৭২ কোটি টাকা। দাদুর কেনা শেয়ারেই প্রিয়ার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে যায়।

যদিও তারপরেও বহু বাধার সম্মুখীন হতে হয়েছে প্রিয়াকে। অরিজিনাল শেয়ার সার্টিফিকেট না থাকায়, কোম্পানির তরফে সহযোগিতা করা হয়নি তাঁকে। বেঙ্গালুরুর বাসিন্দা প্রিয়া মুম্বইয়ে এসে একবছর ধরে লড়াই করেছেন। অবশেষ সেই শেয়ারের লাভ তিনি হাতে পান।