আজকাল ওয়েবডেস্ক:‌ সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত পাঁচ। শুক্রবার সকালে তাশিডিং–ইউকসোম সড়কের ল্যাং খোলার কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার জেরে মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচ জনের। 

সূত্র মারফত জানা গিয়েছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায় গাড়িটি। সিকিম নাম্বারের ওই ছোট গাড়িতে ছিলেন সিকিমের বাসিন্দারা। এখনও মৃতদের নাম, পরিচয় জানা যায়নি। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ইউকসাম–তাশিডিং এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় একটা কারণ হতে পারে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।