আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে পর্যাপ্ত রসগোল্লা নেই! খেতে বসে পাতে রসগোল্লা না পাওয়ায় ব্যাপক ক্ষোভ উগরে দেন আমন্ত্রিতরা। তাতেই তুমুল মারপিট বিয়েবাড়িতে। শেষমেশ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ৬ জন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। রবিবার মধ্যরাতে এক বিয়েবাড়িতে এই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, অনেক রাতে বিয়েবাড়িতে খাবার প্রায় ফুরিয়ে আসে। সেই সময় কয়েকজন খেতে বসেন। শেষপাতে রসগোল্লা পাননি তাঁরা। তাঁদের মধ্যে কেউ একজন মন্তব্য করেন, রসগোল্লা এত কম কেন? তা ঘিরেই দুই পক্ষের মধ্যে সামান্য বাকবিতন্ডা শুরু হয়। তা থেকেই তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন। মারামারি করতে গিয়ে আহত হন ৬ জন।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে ভর্তি আহতদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কারা এই ঘটনায় জড়িত, শীঘ্রই তাঁদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।