আজকাল ওয়েবডেস্ক: দশেরা উদযাপনে মেতে গোটা গ্রাম। দুই ছেলেকে নিয়ে উদযাপনে মেতেছিলেন বাবাও। সন্ধেয় ছেলেদের ঘুরতেও নিয়ে গিয়েছিলেন। আর ফেরেননি। রাতেই দুই সন্তান সহ ব্যক্তির দেহ উদ্ধার করা হল কুয়ো থেকে। এক পরিবারের তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত দুই ছেলের একজনের বয়স পাঁচ, অন্যজনের সাত। দশেরা উদযাপনের মাঝেই ওইদিন সন্ধেয় দুই ছেলেকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর দীর্ঘক্ষণ তাঁদের খোঁজ না পাওয়ায় থানায় জানায় পরিবার। 

 

গ্রামবাসীরাও খোঁজাখুঁজি শুরু করেন। এরপর ওই কুয়োর পাশ থেকে বাইক এবং ওই ব্যক্তির হাতের ঘড়ি দেখতে পেয়েই পুলিশে খবর পাঠান তাঁরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেই তল্লাশি অভিযান শুরু করে। ওই কুয়োয় ডুবুরি নামিয়ে প্রথমে দুই নাবালকের দেহ উদ্ধার করা হয়। এরপর আরও খানিকক্ষণ পর ওই কুয়ো থেকেই ব্যক্তির দেহ উদ্ধার করেন তাঁরা। তিনটি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

 

পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে চরম পদক্ষেপ নিয়েছেন ওই ব্যক্তি। তাঁর সন্দেহ ছিল, স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। সন্দেহের বশেই দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হন ব্যক্তি।