আজকাল ওয়েবডেস্ক: বুলন্দশহরে ৩৪ বছর বয়সী এক মহিলাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাঁর "প্রেমিক" গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, মহিলার প্রাক্তন স্বামী এই হামলা চালিয়েছেন। ঘটনাটি ঘটে যখন মহিলাটি তাঁর ছেলেকে স্কুলের পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম সবিত্রী এবং তাঁর সঙ্গে ছিলেন তাঁর বর্তমান প্রেমিক সারজিৎ সিংহ। তাঁরা দুজন মিলে সবিত্রীর ছেলেকে ক্লাস ১০-এর বোর্ড পরীক্ষা দিতে একটি পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন। জানা গেছে, সবিত্রীর প্রাক্তন স্বামী নরেশ সিংহ এবং তাঁর ভাই আগেভাগেই ওঁত পেতে ছিল এবং তাঁরা এলেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
ভয়ে চারপাশের লোকজন ছুটতে শুরু করে, আর নরেশ ও তাঁর ভাই মোটরবাইকে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়, গুলিবিদ্ধ অবস্থায় সবিত্রী এবং সারজিৎকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবিত্রীর মাথায় গুলি লাগে এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সারজিৎকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বুলন্দশহরের এসপি (শহর) শঙ্কর প্রসাদ সিংহ জানিয়েছেন, সবিত্রীর ছেলে অক্ষাংশুর অভিযোগের ভিত্তিতে নরেশ সিংহের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ একটি বিশেষ দল গঠন করে অভিযুক্ত নরেশকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
