আজকাল ওয়েবডেস্ক : কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নয়া পদক্ষেপ। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন মাদ্রাসাগুলিতে এবার কন্নড়, ইংরাজী, অঙ্ক এবং বিজ্ঞানও পড়ানো হবে। আগামী দুবছর ধরে এই সিলেবাসকে পরীক্ষামূলক হিসাবে চালু করছে কর্ণাটক সরকার। সিদ্দারামাইয়া মনে করেন, মাদ্রাসার পড়ুয়াদের সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করার অধিকার রয়েছে। পরবর্তীকালে তারা যাতে চাকরির বাজারে কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হয়। প্রতিটি বিষয়ের ওপর যদি দখল থাকে তবে আগামীদিনে সঠিক পথের সন্ধান পাবে পড়ুয়ারা। প্রাথমিকভাবে ১০০ টি মাদ্রাসায় এই নতুন সিলেবাস চালু করা হবে। যদি ভালো ফল মেলে তবে আগামীদিনে তা বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া বলে জানান সিদ্দারামাইয়া। সরকারের এই সিদ্ধান্তে খুশি মাদ্রাসার পড়ুয়ারা। তারা জানিয়েছে সব বিষয়ের ওপর যদি শিক্ষালাভ করা যায় তবে তা আগামীদিনে তাদেরই নতুন পথের দিশা দেবে।
