আজকাল ওয়েবডেস্ক : ডিসেম্বর মাস থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় বদল করেছে। এদের মধ্যে প্রধান হিসাবে রয়েছে ফেডারেল ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক প্রমুখ। এখানে বিনিয়োগ করলে পাওয়া যেতে পারে ৯ শতাংশ হারে রিটার্ন। ফিক্সড ডিপোজিট হল এমন একটি জায়গা যেখানে সঠিকভাবে বিনিয়োগ করলেই ভাল রিটার্ন পাওয়া যায়। বিভিন্ন ব্যাঙ্ক নানাভাবে কয়েকমাস অন্তর তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করে থাকে। সেগুলি সঠিকভাবে জানা থাকলেই মিলবে লক্ষ্মীলাভ। একনজরে দেখে নিন বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার। 


আরবিএল ব্যাঙ্ক ৩ কোটির কমে সুদের হার করেছে ৩.৫ থেকে শুরু করে ৮ শতাংশ। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৮ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৫ শতাংশ।


ইকুইটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ৯ শতাংশ সুদ দিচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। চলতি মাসের ২ ডিসেম্বর থেকেই এই সুদের হার কার্যকর হয়েছে। অন্যদিকে জেনারেল সিটিজেনরা সুদ পাবেন ৩.৫ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ।


ফেডারেল ব্যাঙ্ক ৩ কোটির কমে ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ থেকে শুরু করে ৭.৪ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.৯ শতাংশ।


এগুলি যদি সঠিকভাবে মেনে চলতে পারেন সেজন্য সবার আগে দরকার ব্যাঙ্কে গিয়ে সঠিকভাবে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া। তারপর যদি মনে করেন তাহলে নিজের ইচ্ছামতো স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। সমস্ত তথ্য জানতে হলে ব্যাঙ্ক গিয়ে দেখে নেওয়া সবার আগে দরকার।