আজকাল ওয়েবডেস্ক: দৃশ্যমানতা প্রায় শূন্যে। বেলা গড়ালেও ঘন কুয়াশার চাদরে ঢেকে রাজধানী। চরম শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপটে ব্যাহত দিল্লির স্বাভাবিক জীবনযাপন। কর্মব্যস্ত দিনে এমন আবহাওয়ায় ভোগান্তি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
বুধবার সকাল থেকে দিল্লিতে ব্যাহত ট্রেন, বিমান পরিষেবা। এখনও পর্যন্ত ২৫টি ট্রেন দেরিতে চলাচল করছে। ১১০টি বিমান ওঠানামা করতেও দেরি হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানও। কুয়াশার কারণে রাস্তাঘাটে বাড়ছে দুর্ঘটনাও। রাস্তায় গাড়ি চালানোর সময় ফগ লাইট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। বর্ষশেষে দিল্লিতে শৈত্যপ্রবাহ জারি থাকবে। দিল্লির পাশাপাশি পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশেও ঘন কুয়াশার দাপট ঘিরে সতর্কতা জারি করেছে মৌসম ভবন।