আজকাল ওয়েবডেস্ক: গোটা দেশের বিভিন্ন রাজ্যে চলছে তাপপ্রবাহ। আইএমডি লাল সতর্কতা জারি করেছে দিল্লি, উত্তর প্রদেশে, হরিয়ানা এবং পাঞ্জাবে। এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলে জানা গিয়েছে। সমগ্র উত্তর ভারত জুড়ে ৪৬ ডিগ্রি তাপমাত্রা চলছে। বিহারে ইতিমধ্যেই আপেক্ষিক আর্দ্রতার কারণে ২২ জন মানুষের মৃত্যু ঘটেছে। রাজধানী দিল্লিতে ৪৫ ডিগ্রির পারদ ছুঁয়েছে পারদ। তবে অনুভূত হচ্ছে ৫০ ডিগ্রির তাপমাত্রা। সোমবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গগামী একটি বিমান ৩ ঘন্টার বেশি সময় দেরী করে। কারণ হিসাবে জানা গিয়েছে বিমান ওঠানামার রানওয়ে অত্যাধিক গরম হয়ে গিয়েছিল। উত্তরাখণ্ড এবং দেরাদুনেও তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে। পাশাপাশি পাহাড়ী এলাকা হিমাচল প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি রয়েছে। এটি একটি নতুন রেকর্ড।
