আজকাল ওয়েবডেস্ক:  গুজরাট সীমান্ত থেকে সরে যাচ্ছে সাইক্লোন আসনা। আগামী ৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস। আরব সাগরে তৈরি হওয়া এই ঘুর্ণিঝড় গুজরাট উপকূল থেকে ক্রমশ সরে যাচ্ছে। এটি বর্তমানে গুজরাট উপকূল থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

 

 এই পথে যদি আসনা চলে যায় তবে স্বস্তির হাসি ফুটবে গুজরাটবাসীর কাছে। গুজরাটে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি আর হবে না বলেই পূর্বাভাস দিয়েছে আইএমডি। আসনা ক্রমেই ভারত থেকে সরে গিয়ে পাকিস্তানের দিকে যাচ্ছে। যদিও গুজরাটের বিভিন্ন এলাকায় আগামীদিনে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

 কচ্ছ, জামনগর, দ্বারকা, পোরবন্দর, নবসারি, ভালসাদ, দমন, দাদরা, নগর হাভেলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই সমস্ত জায়গাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গুজরাটে ভারী বৃষ্টির জন্য ইতিমধ্যেই ৩২ জনের মৃত্যুর খবর মিলেছে। ৬৪১৪ টি অস্থায়ী বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৮০ টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ২৮৯ টি পাকা বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

 উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, স্থানীয় পুলিশ। ৩২ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাস্তাঘাট, বাড়িতে কুমিরের উপদ্রব ইতিমধ্যেই সকলকে বাড়তি ভয় ধরিয়েছে। তবে আসনা সরে যাওয়ার খবরে কিছুটা হলেও স্বস্তি গুজরাট প্রশাসন।