আজকাল ওয়েবডেস্ক: ছয় দশক আগে বাড়ির লোকজন মেনে নেয়েনি সম্পর্ক। কিন্তু একে অপরের প্রেমে পাগল হর্ষ এবং মৃদুকে সেই বাধায় টলানো যায়নি। এক অপরের হাত ধরে ঘর ছেড়েছিলেন দু'জনেই। বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার পাতেন। গুজরাতের সেই দম্পতি ফের বসলেন বিয়ের পিঁড়িতে। তাঁদের ৬৪তম বিবাহবার্ষিকীতে। পরিবারের অনুপস্থিতিতে বিয়ের যে আনন্দ থেকে তাঁরা বঞ্চিত হয়েছিলেন, ৮০ বছর বয়সে এসেই সেই আনন্দ উপভোগ করলেন। নাতি, নাতনি-সহ পরিবারের সকলের উপস্থিতিতে। তাঁদের বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল ১৯৬০-এর গোড়ার দিকে। যখন ভারতের সামাজিক রীতিনীতিতে আন্তঃবর্ণ বিবাহ একপ্রকার অপরাধ হিসেবে দেখা হত। হর্ষ একজন জৈন এবং মৃদু একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। স্কুলে প্রথম আলাপ। সেখানে তাঁদের প্রেমের গল্প শুরু হয়েছিল চিঠি আদানপ্রদানের মাধ্যমে। মৃদু-র পরিবারের লোকেরা যখন তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন, তখন তাঁরা দৃঢ়ভাবে বিরোধিতা করেন। যার ফলে দম্পতিকে হৃদয়বিদারক সিদ্ধান্ত নিতে হয়। সামাজিক গ্রহণযোগ্যতার চেয়ে প্রেমকে এগিয়ে রাখেন তাঁরা। হর্ষ এবং মৃদু পালিয়ে যান বাড়ি থেকে। পরিবারের সমর্থন ছাড়াই একসঙ্গে জীবনের অনিশ্চয়তার মুখোমুখি হতে রাজি ছিলেন তাঁরা। প্রেম এবং বিশ্বাসের উপর ভিত্তি করে তাঁদের জীবনের নতুন ইনিংসের সূচনা করেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by The Culture Gully™️ (@theculturegully)