আজকাল ওয়েবডেস্ক: সারা দেশের কাছে তিনি নয়নের মণি। প্যারিস অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার পর গোটা দেশ তাঁর পাশে দাঁড়িয়েছিল। সেই ভিনেশ ফোগাট এবার নতুন ভূমিকায়। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়তে চলেছেন ভিনেশ। জল্পনা ছিলই। শুক্রবার রাতে তাতে সিলমোহর পড়ল। হরিয়ানায় এক দফার নির্বাচনের জন্য কংগ্রেস যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে ভিনেশের।

 

 

জুলানা আসন থেকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শুক্রবার দুপুরেই কংগ্রেসে যোগ দেন কুস্তিগীর ভিনেশ ফোগাত। তাঁর সঙ্গে যোগ দেন বজরং পুনিয়াও। রাজনীতিতে যোগ দেওয়ার আগে রেলের চাকরি থেকেও ইস্তফা দেন ভিনেশ। তার কয়েক ঘণ্টা পরেই নির্বাচনী টিকিট পেয়ে গেলেন তিনি।

 

 

অন্যদিকে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বজরং পুনিয়াকেও। ভোটের টিকিট না পেলেও সর্বভারতীয় কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে তাঁকে। হরিয়ানায় মোট ৯০টি বিধানসভা আসনে নির্বাচন হবে। তার মধ্যে ৩২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে হাত শিবিরের তরফে।

 

 

ভিনেশ ছাড়াও প্রার্থী তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার। উল্লেখ্য, হরিয়ানায় আগামী ৫ অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে। তার তিনদিন পরেই ৮ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।