আজকাল ওয়েবডেস্ক : ‘ইন্ডিয়া’ জোটের পরবর্তী বৈঠকের দিন স্থির করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে গেরুয়া ঝড়ের পরই দ্রুত বৈঠকের সিদ্ধান্ত নিল কংগ্রেস। সময় নষ্ট না করে আগামী বছরের লোকসভা নির্বাচনের দিকে নজর দিয়েছে ‘ইন্ডিয়া’ জোট। বিরোধী দলগুলিকে ইতিমধ্যে ফোন করাও শুরু করে দিয়েছেন কংগ্রেস সভাপতি। খাড়গে জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ জোট কোন পদ্ধতিতে লোকসভায় লড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। কংগ্রেস এই জোটে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। বৈঠকে হাজির থাকার জন্য তৃণমূল কংগ্রেস, ডিএমকে সহ একাধিক বিরোধী দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর আগে মুম্বইতে মিলিত হয়েছিল ‘ইন্ডিয়া’ জোট। সেদিনের বৈঠকে ছিলেন ২৮ টি বিজেপি বিরোধী দলের ৬৩ জন প্রতিনিধি। এরপর তিনমাস কেটে গেলেও আর মিলিত হতে দেখা যায়নি ‘ইন্ডিয়া’ জোটকে। ‘ইন্ডিয়া’ জোট নিয়ে কটাক্ষ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। ‘ইন্ডিয়া’ জোটের প্রথম বৈঠক বসেছিল পাটনাতে। দ্বিতীয় বৈঠকটি ছিল বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হয়েছিল মুম্বইতে। সেইসময় শরদ পাওয়ারের কন্যা তথা এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে জানিয়েছিলেন, চতুর্থ বৈঠক বসবে দিল্লিতে।
