আজকাল ওয়েবডেস্ক : উত্তর প্রদেশে ভাল ফল করেছে হাত শিবির। তাই এবার ১১ থেকে ১৫ জুন পর্যন্ত উত্তর প্রদেশে ধন্যবাদ যাত্রা করবে কংগ্রেস। দলের সিনিয়র নেতারা এই যাত্রায় অংশ নেবেন বলেই জানা গিয়েছে। যাত্রায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের হাতে সংবিধানের কপি তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, উত্তর প্রদেশে ৮০ টি লোকসভা আসনে কংগ্রেস ৬ টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি ৩৭ টি আসনে জয়ী হয়েছে। সবমিলিয়ে ৪৩ টি আসনে জয়ী হয়েছে জোট। অন্যদিকে বিজেপি পেয়েছে ৩৩ টি আসন। তাই এবার উত্তর প্রদেশবাসীকে ধন্যবাদ দেওয়ার জন্যেই করা হবে এই যাত্রা। জানা গিয়েছে যাত্রায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও থাকতে পারেন।