আজকাল ওয়েবডেস্ক: কায়দা করতে গিয়ে অনেক সময় জীবন বাজি রাখতে হয়। তাহলেই তার নাম হল বাজিগর। এবার ভাইরাল হল চেন্নাইয়ের একটি ভিডিও।


কলেজ জীবনে কায়দা করা অনেকের স্বভাবে থাকে। সেই তালিকায় যুক্ত হল চেন্নাইয়ের এক পড়ুয়ার নাম। চেন্নাইয়ের একটি লোকাল ট্রেনে এমন একটি কায়দা করে সে সকলের নজর কাড়ল। নিরাপত্তা নিয়ে ফের একবার তুলে দিল বড় প্রশ্নচিহ্ন।


ভিডিও থেকে দেখা যাচ্ছে ৫ টি ছেলে দুটি আলাদা কলেজের একসঙ্গে ট্রেনে চড়েছে। তাদের মধ্যে দুজন ট্রেনের ছাদে উঠে পড়ে সেখান থেকে দিব্যি হাওয়া খেতে খেতে যাচ্ছে। তাদের মধ্যে একজন আবার নিজের কলেজের আইডি কার্ডটিও দেখাচ্ছে। তারা সকলেই কমবেশি ট্রেনে নিজেদের কায়দাগুলি রেকর্ড করেছে। তারপর সেটিকে সামাজিক মাধ্যমে পোস্ট করে দিয়েছে। ভিডিয়োটি ‘ইন্ডিয়া টুডে’র এক্স হ্যান্ডলেও প্রকাশ করা হয়েছে।


চলন্ত ট্রেনে এমন কায়দার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে সর্বত্র। এরফলে জীবনের ঝুঁকি থাকার পরও এমন কাজ করেছে এই কলেজের পড়ুয়ারা। এর আগেও এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেভাবে এই কাজটি করা হয়েছে তা দেখে অন্যরা যেন নকল না করে সেবিষয়ে অনেকে আর্জি জানিয়েছেন। 

 

?ref_src=twsrc%5Etfw">April 9, 2025


তবে বিষয়টিকে হাল্কাভাবে নেয়নি রেল কর্তৃপক্ষ। তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। যেসব কলেজ পড়ুয়ারা এই কাজ করেছে তাদেরকে খোঁজ করা হচ্ছে। দ্রুত তাদের হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। 


এই ঘটনাটিই প্রথম বার নয়। এই ধরনের বিপজ্জনক আচরণের ভিডিয়ো বার বার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের উন্নাও জেলায় রিল বানানোর নেশায় ফোনের ক্যামেরা খুলে রেললাইনে শুয়ে পড়তে দেখা গিয়েছিল এক তরুণকে। তাঁর উপর দিয়েই চলে যায় ট্রেন। ছাত্রদের এই ধরনের রিল তৈরির জন্য জীবনের ঝুঁকি নিতে দেখে সমালোচনায় ফেটে পড়েছে নেটাগরিকেরা। কলেজ পড়ুয়া তরুণের বেপরোয়া আচরণে নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।