আজকাল ওয়েবডেস্ক: গরম গরম, ধোঁয়া ওঠা অমলেটের স্বাদ পেতে কে না চান! কেউ বানান ঘি দিয়ে, কেউ বা বাটার দিয়ে, কেউ কেউ আবার তেল দিয়েও অমলেট বানিয়ে খান। কিন্তু ঠান্ডা পানীয় দিয়ে অমলেট বানানোর কথা আগে কখনও শুনেছেন কি? সম্প্রতি তেমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো নাক সিঁটকাচ্ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার ধারে একটি ছোট্ট দোকানে ব্যাপক ভিড়। সকলেই অমলেট খাওয়ার জন্য মুখিয়ে আছেন। তবে যে-সে অমলেট না। ওই দোকানে দেদার বিকোচ্ছে কোল্ড ড্রিঙ্ক অমলেট। ভিডিওতে দেখা গেছে, প্রথমে স্টিং নামের একটি লাল রঙের এনার্জি ড্রিঙ্ক ফ্রাইং প্যানে দেন রাঁধুনি। এরপর তাতে আটটি ডিম ফাটিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেন। হালকা ভাজার পর তাতে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কুচিকুচি করে কেটে আবারও ভাল করে নাড়াচাড়া করেন। এরপর বড় প্লেটে সেটি পরিবেশন করেন।
ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যেই ৪৪ মিলিয়ন মানুষ দেখেছেন। সকলেই দেখে বিরক্ত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'খাবারটি দেখেই গা গুলিয়ে উঠছে। কখনই চেখে দেখব না।' কেউ আবার লিখেছেন, 'ভাইরাল হওয়ার জন্য আজকাল যা খুশি করছেন লোকজন। যে খাবারে স্বাদ নেই, তার জন্য এত ভিড় কেন হবে?' কেউ আবার জিজ্ঞেস করেছেন, 'কোল্ড ড্রিঙ্ক অমলেট খেয়ে আদৌ কেউ সুস্থ আছেন কি না, তা জানতে ইচ্ছে করছে।'
