আজকাল ওয়েবডেস্ক: দিল্লির রামলীলা ময়দান সংলগ্ন এলাকায় জবরদখল উচ্ছেদকে কেন্দ্র করে চরম শোরগোল। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল তুর্কম্যান গেট। বুধবার ভোরের এই ঘটনায় উন্মত্ত জনতার পাথরবৃষ্টিতে কমপক্ষে পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

আদালতের নির্দেশে বুধবার ভোরে তুর্কম্যান গেটের সৈয়দ ফয়েজ ইলাহি মসজিদ ও কবরস্থান সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানে নামে দিল্লি পুরনিগম (এমসিডি)। প্রায় ৩০০ জন কর্মী ও ৩০টি বুলডোজার নিয়ে এই কাজ শুরু হয়। তখনই স্থানীয়দের একাংশ বাধা দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী পালটা কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, একটি বিয়ের মণ্ডপ ও একটি ডিসপেনসারি ভেঙে ফেলা হয়েছে। প্রায় ১০০টি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। সিনিয়র পুলিশ আধিকারিক নিধিন ভালসান বলেন, "২৫-৩০ জন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছিল। এলাকা এখন পুরোপুরি শান্ত। যারা আইন ভেঙেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

পুরসভা জানিয়েছে, গত নভেম্বরে দিল্লি হাইকোর্ট তিন মাসের মধ্যে এই এলাকার প্রায় ৩৮,৯৪০ বর্গফুট জমি দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিল। মসজিদের জন্য বরাদ্দ জমির বাইরে বাড়তি কোনও অংশেরই বৈধ নথি দেখাতে পারেনি ওয়াকফ বোর্ড বা মসজিদ কমিটি। তাই এই পদক্ষেপ।

অন্যদিকে, মসজিদ কমিটি এই উচ্ছেদের বিরুদ্ধে আদালতে আর্জি জানিয়েছিল। তাদের দাবি, এটি একটি ওয়াকফ সম্পত্তি। মঙ্গলবার হাইকোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও ওয়াকফ বোর্ডের জবাব তলব করেছে। মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল। মসজিদ কর্তৃপক্ষের দাবি, তাঁরা রাস্তা বা ফুটপাথ থেকে দোকান সরাতে রাজি, কিন্তু কবরস্থানটি যাতে অক্ষত থাকে, সেটাই তাঁদের প্রধান আর্জি।