আজকাল ওয়েবডেস্ক : লোকসভায় রাহুল গান্ধীর মন্তব্য। আহমেদাবাদ শহরে বিজেপি-কংগ্রেস সংঘর্ষ। এদিন ভারতীয় যুব জনতা মোর্চা এবং কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাও এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে উভয়পক্ষ। গুজরাট কংগ্রেসের ওপর এই হামলার তীব্র নিন্দা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, সংসদে তিনি যা বলেছিলেন তাই সত্যি। গোটা দেশে হিংসার রাজনীতি করছে বিজেপি। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ইন্ডিয়া একজন গুজরাটির কাছে জিতেছে। প্রসঙ্গত, লোকসভায় নিজের প্রথম ভাষণে রাহুল তীব্র আক্রমণ করেন বিজেপি সরকারকে। এরপর রাহুলকে পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বিজেপির পক্ষ থেকে বহু জায়গায় এদিন বিক্ষোভ দেখান হয়। তারা রাহুল গান্ধীর ক্ষমা দাবি করেন।