হাওয়া অফিস জানাচ্ছে, চলতি বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে বড় ইনিংস খেলবে শীত। সঙ্গে দাপট দেখাবে কুয়াশাও। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় উষ্ণতা কিছুটা বাড়লেও, কুয়াশাও ঘন হবে সঙ্গেই, পূর্বাভাস তেমনটাই। নতুন বছরের প্রথম কয়েকদিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
4
8
দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সঙ্গেই, নতুন বছগরে উত্তরবঙ্গের জন্যেও বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের। সূত্রের খবর, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
5
8
বৃহস্পতিবার ও শুক্রবার কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বেশ কিছু জায়গায় দাপট দেখাবে কুয়াশা। একাধিক স্থানে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানা গিয়েছে।
6
8
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনভর এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। তবে এই সর্বোচ্চ তাপমাত্রা আবার স্বাভাবিকের চেয়ে বেশ অনেকটাই কম।
7
8
অন্যদিকে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনের শুরু এবং শেষের দিকে তাপমাত্রা থাকবে এর আশেপাশেই।
8
8
তবে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হবে না বলেই জানা গিয়েছে।