নিতাই দে, আগরতলা: পাঁচটি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড: মানিক সাহা। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পতাকা নেড়ে ভ্যানগুলির সূচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভরঞ্জন, স্বরাষ্ট্র দপ্তরের সচিব ডা. পি কে চক্রবর্তী, ডিজিপি (ইন্টেলিজেন্স) অনুরাগ ধ্যানকর, ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর ড. এইচ কে প্রতিহারী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যানগুলির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ''আজ পাঁচটি ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান চালু হওয়ার পর রাজ্যের আটটি জেলাতে এখন ভ্রাম্যমান ফরেন্সিক ভ্যান রয়েছে। এই ভ্যানগুলি কেনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারকে ৩.২৫ কোটি টাকা দেওয়া হয়েছে।'' এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী আরও বলেন, ''বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল। তবে সাজাপ্রাপ্তির হার বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক তদন্তকার্য প্রয়োজন। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভ্যানগুলির মাধ্যমে অপরাধস্থল থেকে বৈজ্ঞানিক উপায়ে নমুনা ও সাক্ষ্য প্রমাণ দ্রুত সংগ্রহ করা সম্ভব হবে। পাশাপাশি এই ভ্যানগুলিতে নমুনা ও প্রমাণ সংরক্ষিত করে রাখা যাবে। এর ফলে বিজ্ঞানভিত্তিক তথ্য আদালতে পেশ করা সম্ভব হবে।'' তাতে সাজাপ্রাপ্তির হার বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
