আজকাল ওয়েবডেস্ক: সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় শক্তিপরীক্ষা দেবেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তাঁর এই শক্তিপরীক্ষায় আস্থাভোট দিতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ইতিমধ্যেই ৪০ জন বিধায়ককে ঝাড়খণ্ড থেকে সরিয়ে অন্যত্র রাখা হয়েছে। বিজেপি যদি ঘোড়া কেনাবেচার খেলায় মাতে সেজন্য চলছে রিসর্ট পলিটিক্স। সমস্ত বিধায়কদের সোমবার একটি বিশেষ বাস করে নিয়ে আসা হবে ঝাড়খণ্ড বিধায়সভায়। প্রসঙ্গত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বর্তমানে জেলে রয়েছেন। তাঁকে জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ৩১ জানুয়ারি ইডি গ্রেপ্তার করে। যদিও তাঁকে আদালত আস্থাভোটে অংশ নিতে অনুমতি দিয়েছে। সাত ফেব্রুয়ারি পর্যন্ত হেমন্ত সোরেন জেল হেফাজতে থাকবেন। গত শুক্রবারই ঝাড়খণ্ডের রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পাই সোরেন। এরপরই তিনি রাজ্যপালকে জানান ১০ দিনের মধ্যে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন।
