আজকাল ওয়েবডেস্ক : বিরসা মুণ্ডার জন্মদিবস উপলক্ষ্যে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রীয় সরকার বুধবার ২৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবে। মঙ্গলবার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, বিজেপির ওপর মানুষের অগাধ বিশ্বাস ও আস্থা রয়েছে। মধ্য প্রদেশে কংগ্রেস ফল ঘোষণার আগেই হেরে বসে আছে। বুধবার ঝাড়খণ্ডে গিয়ে বিরসা মুণ্ডাকে সম্মান জানাব। গোটা দেশ তাঁর প্রতি সম্মান জানাবে। আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকার ২৪ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করবে। এদিন সভামঞ্চ থেকে ফের একবার কংগ্রেসকে টার্গেট করে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জানে তাদের ভুয়ো প্রতিশ্রুতির কোনও দাম নেই। মোদীর গ্যারান্টির দাম রয়েছে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ সবেতেই বিজেপি তাদের প্রতিশ্রুতি রেখেছে। কংগ্রেস এখন শুধুই নিজেদেরকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত বর্তমানে গোটা বিশ্বের মধ্যে মোবাইল তৈরিতে দ্বিতীয় স্থানে রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, চিনে তৈরি নয়, এবার মধ্য প্রদেশেই তৈরি হয় মোবাইল। কংগ্রেস জানেই না দেশের প্রতিটি প্রান্তের অবস্থা। তারা ঘরে বসে নিজেদের জল্পনা বাড়াতে থাকে। মধ্য প্রদেশে এবার বিজেপি ক্ষমতায় আসবে। কংগ্রেস যেখানেই এসেছে সেখানেই ধ্বংস হয়েছে। আর বিজেপি মানেই হল মোদীর গ্যারান্টি।