আজকাল ওয়েবডেস্ক: নিট কাণ্ডে তোলপাড় দেশ। মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার তিনি জানান, প্রাথমিক দায়বদ্ধতা ছাত্র ছাত্রীদের স্বার্থরক্ষা। এনটিএ হোক বা অন্য কেউ, ছাড় পাবে না কেউই। এনটিএর কার্যকারিতা পর্যালোচনার জন্য কেন্দ্র উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে বলেও জানান তিনি। জানান, 'ত্রুটি মুক্ত পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর। এনটিএর কার্যকারিতা পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হচ্ছে।' কমিটি দেখবে এনটিএর কাঠামো। কার্যকারিতা, পরীক্ষার প্রক্রিয়া, স্বচ্ছতা এবং তথ্য সুরক্ষার বিষয়গুলি। দোষী প্রমাণিত হলে এনটিএর কোনও কর্মকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। প্রয়োজনে নিটের ক্ষেত্রে সংশোধনী আনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
